img

ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে নৃশংসভাবে হত্যা এবং খুলনার রূপসার শিয়ালি, সুনামগঞ্জের শাল্লায়, পটুয়াখালীর কলাপাড়া, মৌলভীবাজারের কুলাউরাসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রদায়িক উস্কনি এবং ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের বাড়ী ঘর-ব্যবসা প্রতিষ্ঠান-উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবরদখল ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নগরীর পায়রা চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর শাখা।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি শ্রী অজয় প্রসাদ বাবনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর মহানগর শাখার সদস্য সচিব এ্যাড. প্রশান্ত কুমার রায়, নিধুরাম আধিকারী, সমীর কুমার রায় কৃষ্ণ, সমীর ভট্টাচার্য্য, সোমা ভট্টাচার্য্য, সুনিল চন্দ্র শীল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পীরগঝঞ্জ শাখার আহবায়ক সুধীর চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধণ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
 

এই বিভাগের আরও খবর